Our Story
From the Vedic era to the present day, Indians have used the uttariya (a traditional upper garment or cloth) with deep respect and significance. In the Vedic period, sages used to wear a special piece of cloth along with a dhoti. This cloth played a vital role in their spiritual practices.
In the post-Vedic era, the use of uttariya transformed into namabali (a ceremonial cloth with inscriptions) and also began to be used as a token of honor when offered to individuals as a mark of respect.
In modern times, in fields like art, literature, and culture, the uttariya has emerged as a symbol of honor— offered during ceremonies to distinguished individuals. That is why we have created India’s first online store— ‘UTTORIYA’!
Present this timeless symbol of honor in your heartfelt celebrations and auspicious occasions. Uttorio goes with traditional attire for both Men & Women and also as a scarf with western style.
Drape it with confidence and pride and discover the new style & elegance in you.

Mrs. Pamela Mukherjee Majumdar
Founder & CEO
বৈদিক যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত ভারতীয়রা উত্তরীয়কে বিশেষ মর্যাদায় ব্যবহার করে আসছে। বৈদিক যুগের ঋষিগণ ধুতি ছাড়াও বিশেষ একপ্রকারের বস্ত্রখণ্ড ব্যবহার করতেন। মূলত তপস্যা শুরুর পূর্বে যে যাগ যজ্ঞ করা হতো, সেইসময় ঋষিগণ তাঁদের উত্তর কাঁধ অর্থাৎ বাম কাঁধে এই বস্ত্রখণ্ডটি রাখতেন। পরবর্তীতে উত্তরীয়ের মাধ্যমেই সাধারণ মানুষের সঙ্গে ঋষির পার্থক্য বোঝানো হতো।
বৈদিক পরবর্তী যুগে উত্তরীয়ের ব্যবহার দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে। প্রথম ধারায় পূজা-অর্চনার কাজে ব্যবহৃত হতে হতে এটি নামাবলীর রূপ পায়। দ্বিতীয় ধারায় কোনো মানুষকে সম্মান জানানোর জন্য উত্তরীয়ের প্রচলন ঘটে।
আজকের দিনে শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে যে কোনো কৃতি ব্যক্তিকে সম্মান জানাতে বা বরণ করবার সময় উত্তরীয়র ব্যবহারই যেন উত্তোরণের পাথেয় হিসেবে উদ্ভাসিত। তাই আমরা তৈরি করেছি ভারতের একমাত্র অনলাইন স্টোর “উত্তোরীয়”! যেকোনো শুভ-র আয়োজনে এক অনিবার্য সম্মান সূচক বস্ত্রখণ্ডটি উপস্থাপিত হোক আপনাদের আন্তরিক আবাহনে উত্তোরীয় পরিধেয় ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে যেমন মানানসই, তেমনি পশ্চিমি স্টাইলেও স্কার্ফ হিসেবে এটি অনন্য।
আত্মবিশ্বাস আর গৌরবের সঙ্গে জড়িয়ে নিন উত্তোরীয়কে, আর আবিষ্কার করুন আপনার নতুন স্টাইল ও রুচিশীলতা।

Our Happy Clients Say

ভালোবাসার উত্তরীয়

সাথে রেখো উত্তরীয়

প্রতিদিনের জন্য।
